মিস করি ধোনির সঙ্গে ‘লেট নাইট চ্যাট’ বললেন শামি

0
2

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই টিম ইন্ডিয়ায় অভিষেক। তারপর ধোনির সঙ্গে মহম্মদ শামি খেলেছেন বহু ম্যাচ। শামি বলেন, “এখনও রাতে খাওয়ার পর ধোনির সঙ্গে লেট নাইট চ্যাট খুব মিস করি।” ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা এবং বোর্ডের বেতন তালিকা থেকে ধোনির নাম বাদ পড়ায় তাঁর  অবসরের জল্পনা তুঙ্গে। ঠিক এই সময়ই ধোনির সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণায় টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি। তিনি জানান, ক্যাপ্টেন কুলের থেকে অনেক কিছুই শিখেছেন তিনি। শামির সাফল্যের নেপথ্যে যে মাহির অবদান কোনও অংশে কম নয় সেটাও বলতে ভোলেননি মহম্মদ শামি। সেই সঙ্গে মাহি যে সবার চেয়ে আলাদা সেটাও বলেছেন তিনি।
এমএসডি-র সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলো স্মরণ করে শামি বলেন, “ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীনও ধোনি কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন। সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন। ধোনি সবার সঙ্গে বসে নৈশভোজ খেতেন। কখনও কখনও টিমমেটদের সঙ্গে প্রায় সারারাত গল্প করেই কাটিয়ে দিতেন।”