দিলীপের মাস্কে পদ্ম, মুখ্যমন্ত্রীর মাস্কে পশ্চিমবঙ্গ

0
1

মাস্ককে প্রচারের হাতিয়ার করেছেন অনেকেই। রাজ্যে প্রথম দেখা যায় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সৌজন্যে। তাঁর মাস্কে দেখা গিয়েছে পদ্মফুলের ছবি। এবার দেখা গেল মুখ্যমন্ত্রীর মাস্কে। তবে মুখ্যমন্ত্রীর মাস্কে দলীয় প্রতীক নয়, পশ্চিমবঙ্গের ম্যাপ দেখা গেল। হালকা সবুজের উপর ম্যাপ আসলে রাজ্যের প্রতীক। নিশ্চিতভাবে আগামিদিনে দলীয় নেতাদের মাস্কে পশ্চিমবঙ্গের মানচিত্র দেখা যাবে।