ফেসবুক-সারেগামার চুক্তি, সোশ্যাল মিডিয়ায় মিলবে এক লক্ষ গান!

0
1

ফেসবুক আর সারেগামার বিশ্বব্যাপী চুক্তি। আর তার জেরে ভারতীয় গান এবার ফেসবুক স্টোরিতে দেওয়া যাবে। এক আধটি গান নয়, প্রায় এক লক্ষ গান নিয়ে চুক্তি সম্পাদিত। থাকছে ২৫টি ভাষার গান। ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা ভিডিও, স্টোরি কিংবা যে কোনও সৃজনশীল কাজে ব্যবহার করতে পারবেন। পারবেন ফেসবুক প্রোফাইলে গান যোগ করতে। ফেসবুক ইন্ডিয়ার ডিরেক্টর তথা অংশীদার মনীশ গুপ্তা জানাচ্ছেন, ফেসবুকে গান আসলে মানুষের আত্মপ্রকাশ ও কাছে আসার মাধ্যম। সারেগামার সঙ্গে যুক্ত হওয়ায় গর্বিত এবং তাদের রেট্রোয় এবার মানুষ ভারতীয় সঙ্গীত ব্যবহার করতে পারবেন। সারেগামায় রয়েছে লতা মঙ্গেশকর থেকে শুরু করে জগজিৎ সিং, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোঁসলে সহ দিকপাল শিল্পীদের গান। ফেসবুক আগেই একইরকম চুক্তি করেছে টি সিরিজ ও জি মিউজিকের সঙ্গে।