আনলকের প্রথম পর্যায়ে এখনও মেট্রো চলাচল শুরু হয়নি। নেই লোকাল ট্রেন পরিষেবা। চলছে না বেসরকারি বাস, মিনিবাস। এই পরিস্থিতিতে কর্মস্থলে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে অনেকের। কেউ আবার মরিয়া হয়ে বিধি ভেঙে ভিড় বাসে ওঠার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তাড়াহুড়ো করে, সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে অফিসে পৌঁছানোর দরকার নেই। “প্রয়োজনে কিছুটা দেরিতে অফিসে যান, কিন্তু বিধি মেনে সুরক্ষিতভাবে যান”। আর এই কারণেই আগামী এক মাস কর্মস্থলে পৌঁছতে দেরি হলে সরকারি কর্মীদের হাজিরায় লালকালি পড়বে না।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবহনের সমস্যা কথা ভেবেই রাজ্য সরকার হাজিরার সময় কড়াকড়ি করছে না। সবাইকে নিয়ম মেনে ফাঁকা বাসে যাতায়াত করার পরামর্শ দিয়েছেন মমতা।





























































































































