ঢাকা থেকে ফিরে নিয়ম মেনে ছিলেন কোয়ারান্টিনে। তারপরেও করোনা আক্রান্ত হলেন ঢাকা ফেরত দুই যাত্রী। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মহানগরে ।কী ভাবে ওই দুই ব্যক্তি সংক্রমিত হলেন? কারাই বা ওঁদের সংস্পর্শে এসেছে, তার তালিকা তৈরির চেষ্টা হচ্ছে।
প্রসঙ্গত, বন্দে ভারত মিশনে বাংলাদেশ থেকে কলকাতায় ফেরেন ওই দুজন যাত্রী। তবে বাংলাদেশ থেকে ফেরার পরে তাঁরা নিয়ম মেনেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। তারপরে তাঁদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। কী ভাবে ওই দু’জন পুরুষ যাত্রী সংক্রমিত হলেন, তা নিয়ে ইতিমধ্যেই ওয়াকিবহাল মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ১৮ মে প্রথম বিদেশ থেকে একটি বিমান আসে কলকাতায়। ওই উড়ানে ১৬৯ যাত্রী কলকাতায় এসেছিলেন ঢাকা থেকে। ওই ১৬৯-এর মধ্যেই অন্যতম ছিলেন ওই দু’জন যাত্রী। নিয়ম মেনে ওই সব যাত্রীকেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সাধারণত সংক্রমিত হওয়ার ১৪ দিনের মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা যায়। তা যখন এ ক্ষেত্রে হয়নি, তখন ওই দুই যাত্রী বাংলাদেশ থেকে সংক্রমণ আনেননি বলে প্রাথমিক ভাবে নিশ্চিত স্বাস্থ্য দফতরের কর্তারা।
তবে কোথা থেকে সংক্রমণ হল, তা নিয়ে খুবই চিন্তায় রাজ্য স্বাস্থ্য দফতর।