প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তির বিরুদ্ধে আইএনএক্স মামলায় ED চার্জশিট দিয়েছে। করোনা-পরিস্থিতিতে আপাতত ই-চার্জশিট দেওয়া হয়েছে। আদালতের স্বাভাবিক কাজকর্ম চালু হলে নথির আকারে তা পেশ করা হবে। এই মামলায় CBI আগেই চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। বিদেশি লগ্নির ছাড়পত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে চার্জশিটে৷