অফিস যাত্রীদের জন্য সুখবর। বুধবার থেকে চালু হল চুঁচুড়া-ধর্মতলা বাস পরিষেবা। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে সকাল সাড়ে সাতটায় প্রথম বাস ছাড়ার কথা থাকলেও ৮টার পর বাসটি ছাড়ে।
জিটি রোড ধরে বালি, ডানলপ, সিঁথি, শ্যামবাজার, এম জি রোড হয়ে এই বাস এসপ্ল্যানেড পর্যন্ত যাবে।
চুঁচুড়া থেকে এসপ্ল্যানেডে ভাড়া ৪০টাকা।
এদিন প্রথম বাস যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন জেলার প্রশাসনের কর্তা এবং চুঁচুড়ার বিধায়ক।
রাজ্য সরকারের নির্দেশমত বাসে যতগুলি সিট ততজন উঠতে পারবেন। প্রতিদিন সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায় দুটি বাস চুঁচুড়া থেকে ছাড়বে এবং বিকেল সাড়ে চারটে ও সাড়ে পাঁচটায় এসপ্ল্যানেড থেকে দুটি বাস চুঁচুড়া যাবে।





























































































































