অনগ্রসর শ্রেণির শ্রমিকদের মতোই বাস কর্মচারীদের সুবিধা দেওয়া হোক, আর্জি মালিক সংগঠনের

0
1

লকডাউন শিথিলের এবং আনলক ফেজ ওয়ান পর্বে রাজ্য তথা শহরে বেসরকারি বাস ভাড়া বৃদ্ধি নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যার পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির জন্য একটি রেগুলেটরি কমিটি গঠন করার কথা। সেটাই আজ, বুধবার জানালেন বাস সিন্ডিকেটের জেনারেল সেক্রেটারি ও জয়েন্ট কাউন্সিলার তপন বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি জানিয়েছেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার পরিবহন দফরের সঙ্গে বিভিন্ন পরিবহন সংগঠনগুলির মালিক সংগঠনের এক দফায় বৈঠক হয়। সেখানে তারা কতগুলি আবেদন তুলে ধরেছেন রাজ্য সরকারের কাছে। পরিবহন মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যে অসন্তোষের সৃষ্টি হয়েছে তার জন্য একটি রেগুলেটরি কমিটি গঠন করা হোক।

এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, যদি কোনও বাস কর্মচারী বা কন্ডাক্টর গণ পরিষেবা দিতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হন, তাহলে তার দায় কে নেবে? সেজন্য রাজ্য সরকারের কাছে তারা একটি স্বাস্থ্য বীমার আবেদনও জানিয়েছেন। এবং এই সমস্ত কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক দেওয়ার আবেদন জানিয়েছেন।

একইসঙ্গে তপনবাবু বলেন অনগ্রসর শ্রেণির শ্রমিকরা যে সমস্ত সুবিধা পায় এই সমস্ত বাস কর্মচারীরাও যেন সেই সুবিধা থেকে বঞ্চিত না হয়। বিভিন্ন জেলায় এর আগে কিছু বেসরকারি বাস নেমেছিল। কিন্তু সবদিক থেকে প্রচুর পরিমাণে ক্ষতি হওয়ায় সেগুলো তুলে নিতে তারা বাধ্য হয়।তাই তাঁদের আবেদন, রাজ্য সরকারের পুরো বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করে এই সমস্যার যেন দ্রুত নিষ্পত্তি করে।