এবার রাজ্যকে না জানিয়েই সহ-উপাচার্য নিয়োগ করে ফেললেন রাজ্যপাল!

0
2

রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব নতুন মাত্রা নিল মঙ্গলবার। রাজ্যকে না জানিয়েই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে গৌতম চন্দ্রকে নিয়োগ করলেন জগদীপ ধনকড়। ঘটনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, রাজ্যকে পুরোপুরি অন্ধকারে রেখে রাজ্যপাল এই নিয়োগ করেছেন। সরকার এই নিয়োগ মানবে না। সরকার এবং রাজ্যপালের দ্বন্দ্ব রাজ্যে নতুন নয়। বিগত এক বছর ধরে চলছে রাজ্যের সাংবিধানিক প্রধান বনাম মন্ত্রী-আমলাদের মধ্যে সঙ্ঘাত।

শিক্ষামন্ত্রী বলেছেন, রাজ্যপাল সহ-উপাচার্য হিসাবে বিজেপির প্রতিনিধিকে নিয়োগ করেছেন। রাজ্যকে এভাবে উপেক্ষা করতে পারেন না রাজ্যপাল। তাই এই নিয়োগ মানছি না। পাল্টা রাজভবন থেকে বলা হয়েছে, আইন মেনেই রাজ্যপাল এই পদক্ষেপ করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সংবিধান রয়েছে তার ৯ নম্বর ধারার ১ নম্বর উপধারা অনুযায়ী সহ উপাচার্য নিয়োগ করা হয়েছে।