বিশ্বে প্রথম করোনা প্রতিষেধক রোগীদের দেওয়া শুরু করবে রাশিয়া

0
3

করোনা প্রতিষেধক নিয়ে চলছে গবেষণা। সঠিক ওষুধ আবিষ্কারের চেষ্টা চলছে বিশ্বজুড়ে। কিছু প্রতিষেধক ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে। তবে এবার রোগীর ওপর প্রয়োগ করা হবে প্রতিষেধক।
১১ জুন থেকে করোনার প্রতিষেধক ওষুধ করোনা আক্রান্ত রোগীদের ওপর প্রয়োগ করা শুরু করবে রাশিয়ার বিভিন্ন হাসপাতাল। ওষুধের নাম রাখা হয়েছে আভিফাভির।দেশের আরডিইএফ সভারেন ওয়েলথ ফান্ডের প্রধান জানিয়েছেন এই কথা।তারা মাসে ৬০,০০০ রোগীর চিকিৎসার মত ওষুধ তৈরি করতে।তবে এই ওষুধ হল জীবানুনাশক। করোনার টিকা এখনও বের হয়নি।তবে মানুষের ওপর করেনার বেশ অনেক রকমের ওষুধ পরীক্ষা করা হয়েছে, কোনওটাই তেমনভাবে কাজে দেয়নি।
আমেরিকার তৈরি করা ওষুধ রেমডেসিভির বেশ কাজে দিয়েছে অনেক ক্ষেত্রে।বেশ কয়েকটি দেশে রোগীদের ওপর প্রয়োগ করা হচ্ছে সেটি।রাশিয়ার ওষুধ আভিফাভির আসল নাম ফাভিপিরাভির।এই ওষুধটি তৈরি হয়েছিল নব্বইয়ের দশকে।রুশ বিজ্ঞানীরা ওই ওষুধই আরও উন্নত করেছেন।অন্যদিকে জাপানও আভিগান নামে ওই একই ওষুধের ওপর পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে।