দিল্লি ভোটে লজ্জজনক হার। জনতার স্পন্দন বুঝতে না পেরে বোমা বিস্ফোরণের চেষ্টা। কিন্তু তাতে সস্তার হাততালি পাওয়া গেলেও লাভ যে কিছু হয় না, তা বুঝতেই পেরছিলেন দিল্লির বিজেপি সভাপতি অভিনেতা মনোজ তিওয়ারি। তাঁর উপর আস্থা রাখতে পারলেন না দলের সভাপতি জে পি নাড্ডাও। সরিয়ে দিয়ে তাঁর জায়গায় দিল্লির দায়িত্ব দেওয়া হলো আদেশ কুমার গুপ্তাকে। আদেশ নিউদিল্লি পুর নিগমের প্রাক্তন মেয়র। দিল্লি ভোটের পরেই কার্যত মনোজকে রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। তবে কোভিড পরিস্থিতির কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। একইসঙ্গে এদিন তিন রাজ্যের সভাপতি বদল করে বিজেপি নেতৃত্ব। দিল্লির পাশাপাশি ছত্তিশগড় ও মণিপুরের। ছত্তিশগড়ের নয়া সভাপতি হলেন বিষ্ণুদেও সাই ও মণিপুরের টিকেন্দ্র সিং।