শিক্ষা ও স্বাস্থ্য এই মুহূর্তে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস আক্রমণ এই দোটানায় ফেলে দিয়েছে অভিভাবকদের। ভাইরাসের সংক্রমণে আপাতত স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছেন অভিভাবকরা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্কুল খোলার আর্জি জানাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে কেন্দ্রের কাছে এই মর্মে পিটিশনও জমা দিয়েছেন ২ লক্ষ ১৩ হাজার অভিভাবক।
মার্চ থেকে দেশজুড়ে জারি করা হয় লকডাউন। প্রায় তিন মাস বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। একাংশের ধারণা, একাধিক অঞ্চলে জুলাই মাসে স্কুল খুলতে পারে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে স্কুল, কলেজ বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত। কিন্তু তারপর কী হবে সেই ভেবেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন অভিভাবকদের একাংশ। এই পরিস্থিতিতে অভিভাবকরা চাইছেন চলতি শিক্ষাবর্ষ অনলাইনে হোক।
ওই পিটিশনে অভিভাবকরা উল্লেখ করেছেন, জুলাই মাসে সরকারি স্কুল খোলার সিদ্ধান্ত নিলে আগুন নিয়ে খেলার মত হবে। এই শিক্ষাবর্ষে ই লার্নিং ব্যবস্থা চালু রাখা উচিত সরকারের। ওই পিটিশনে তাদের প্রশ্ন, স্কুলগুলি দাবি করছে অনলাইন মাধ্যমে তাদের সমস্যা নেই, তাহলে এই শিক্ষাবর্ষ কেন অনলাইনেই করা হবে না।