“ওর দুঃখটা আমি বুঝি”, মা হারা শিশুকে সাহায্য শাহরুখ খানের

0
7

স্টেশনে পড়ে রয়েছে মায়ের নিথর দেহ। কিন্তু একরত্তি তা বুঝতে পারছেনা। বারবার মাকে ডেকে তোলার চেষ্টা করছে। ছোট্ট দুটো পা নিয়ে বারবার এদিক ওদিক যাচ্ছে। কিন্তু মা আর উঠছে না। না খেতে পেয়ে মায়ের মৃত্যু হয়েছে তা বোঝার ক্ষমতা নেই ওই শিশুর। দিন কয়েক আগে এমনই এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে চোখের জল ফেলেছেন নেটিজেনরা।

এই ভিডিও সামনে আসতেই উদ্যোগী হন শাহরুখ খান। লকডাউনের জেরে নিজে মুজাফফরপুরে পৌঁছতে পারেননি।
নিজের সংস্থা ফাউন্ডেশনকে খবর পাঠান কিং খান। মীর ফাউন্ডেশন এর সদস্যরা ওই শিশুকে সুরক্ষিত অবস্থায় পৌঁছে দিয়েছে তাঁর পরিবারের কাছে। কিং খানের এই সংস্থা শিশুটিকে সব রকম ভাবে সাহায্য করছে।

টুইট করে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, “এই শিশুটির কাছে আমাকে পৌঁছতে আপনারা সাহায্য করেছেন। ওর দুঃখটা আমি বুঝি। আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন এই কঠিন সময় ও কাটিয়ে উঠতে পারে। আমরা সব রকম ভাবে ওকে সাহায্য করব।” বলিউড বাদশাহর উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বলছেন, একটাই তো মন আর কতবার জিতবেন।