একনজরে বাংলার করোনা ও আমফান আপডেট

0
1

*ক) কোভিড*

➡️ নতুন পজিটিভ কেস – ৩৯৬ (গতকাল ছিল ২৭১)

➡️ মোট অ্যাক্টিভ কেস – ৩,৪২৩

➡️ মোট টেস্ট হয়েছে – ২.২৩ লক্ষ

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৯,৪৯৫ (ঘূর্ণিঝড় আমপান এর প্রভাব সত্ত্বেও দৈনিক টেস্টের সংখ্যা সর্বোচ্চ)

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ২.৭৭% (তিন সপ্তাহ আগে যা ছিল ৪.৪৭%)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ২,৪৭৫ (তিন সপ্তাহ আগে যা ছিল ৪৮২)

➡️ রাজ্যের মোট টেস্টিং ল্যাব – ৪১ (এই সপ্তাহে আরও ৭ টি বেড়েছে)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ২৬৩ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০)

➡️ কোমরবিডিটি-র কারণে মৃত্যু – ৭২

➡️ মোট ছাড়া পেয়েছেন – ২,৪১০ (গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ১০৪ জন, ছাড়া পাওয়ার হার – ৩৯.০৭%)

*খ) ঘূর্ণিঝড় আমপান*

➡️ প্রথম কিস্তিতেই ৬২৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে

➡️ ক্ষতিগ্রস্ত প্রায় ৫ লক্ষ মানুষকে তাদের বাড়ি মেরামত করার জন্য ইতিমধ্যেই আর্থিক সাহায্য করা হয়েছে

➡️ ফসলের ক্ষয়ক্ষতির জন্য ২৩.৩ লক্ষ কৃষককে আর্থিক সাহায্য করা হয়েছে, এছাড়াও ২ লক্ষ পান চাষিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে

➡️ প্রাথমিক হিসেবে অনুযায়ী ১৩৫০ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ১৪৪৪ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে