অলিম্পিকে পদক না জেতার আক্ষেপ করেন মহাভারতের ‘ভীম’!

0
1

অলিম্পিকে পদক না জেতার আক্ষেপ তাড়া করে মহাভারতের ভিমকে । হ্যাঁ ঠিকই পড়ছেন। মহাভারতের ভীম আক্ষেপ করেন। তবে ইনি পর্দার ভীম। এবার আসা যাক আসল কথায়।

পর্দার মহাভারতের ভীম-এর কথা মনে আছে তো! দীর্ঘদেহী সেই প্রভীন কুমার সোবতি মহাভারতে ভীমের চরিত্রে অভিনয় করেন। ৬ ফুট ৬ ইঞ্চির পঞ্জাবের প্রভীন আদতে একজন অ্যাথলিট। এশিয়ান গেমস থেকে কমনওয়েলথ গেমসে ডিসকাস ও হ্যামার থ্রো-তে পদকজয়ী প্রভীন অলিম্পিকে পদক জিততে পারেননি। সেই আক্ষেপ আজও কুঁড়ে কুঁড়ে খায় অ্যাথলিট-অভিনেতাকে।
করোনার কারণে শুটিং বন্ধ। তাই লকডাউনে নতুন করে শুরু হয়েছে সেই পুরনো শো-গুলি। ভিউয়ারশিপের দিক থেকেও এক নম্বরে সেই মহাভারত! ধারাবাহিক-গুলি শুরু হওয়ার পর পর্দার রাম-লক্ষ্মণ থেকে কৃষ্ণ-অর্জুন-ভীমরাও নিজেদের বর্তমানের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন। এবার ভীম ওরফে প্রভীন কুমার সোবতি তাঁর জীবনের নানা কাহিনী শোনালেন।

জনপ্রিয় চরিত্র ভীম অর্থাত্ প্রভীন সোবতি এশিয়ান গেমসে জোড়া সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জের পদক জিতেছেন। ১৯৬৮ সালে মেক্সিকো এবং ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেন এই ডিসকাস ও হ্যামার থ্রোয়ার। পদক জিতেছেন কমনওয়েলথ গেমসেও। তারপর অ্যাথলিট হয়ে গেলেন অভিনেতা। ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৮৭ সালে অমিতাভ বচ্চনের ব্লকবাস্টার ‘শাহেনশা’ ছবিতেও অভিনয় করেন প্রভীন। তাঁর ক্যাবিনেটে অনেক পুরস্কার এবং মেডেল রয়েছে।শুধু অলিম্পিক পদক না থাকার হতাশা আজও তাড়া করে বেড়ায়।