করোনা আবহে অম্বুবাচী মেলা বন্ধ কামাখ্যায়

0
3

করোনা মোকাবিলায় ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে অসমের কামাখ্যা মন্দির। সংক্রমণ রুখতে হবে না অম্বুবাচী মেলাও। মন্দিরের ইতিহাসে যা এই প্রথম। ৫১টি সতীপীঠের অন্যতম কামাখ্যা।

৮ জুন ধর্মীয় স্থান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। একই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। কিন্তু করোনা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এই মুহূর্তে মন্দির খুলতে চাইছে না কর্তৃপক্ষ। এদিকে ২২ জুন থেকে অম্বুবাচী মেলা শুরু হওয়ার কথা ছিল। ৩০ জুন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তার জেরে বার্ষিক অম্বুবাচী মেলাও অনুষ্ঠিত হবে না।

প্রসঙ্গত, সতেরোশো শতাব্দী থেকে অম্বুবাচী মেলা শুরু হয় কামাখ্যা মন্দিরে। মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে প্রতি বছর। কিন্তু করোনা আবহে এবছর ভিন্ন চিত্র দেখবে মন্দির কর্তৃপক্ষ।