এবছর ৫ ও ৬ জুন রাতে ফের একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহণ ৩ ঘন্টা ১৮ মিনিট ধরে চলবে। ৫ জুন রাত ১১.১৫ থেকে শুরু হবে এটি। শেষ হবে ৬ জুন রাত ২.৩৪ মিনিটে। ওইদিন রাত প্রায় ১ টা নাগাদ এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপ, আফ্রিকা – এই চার মহাদেশ থেকে দৃশ্যমান হবে পৃথিবীর ঢেকে দেওয়া চাঁদের খণ্ডাংশ। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, চন্দ্রগ্রহণের সর্বোচ্চ সীমা হবে ১২.৫৪ মিনিটে। এই সময়েই চাঁদের ঢেকে যাওয়া রূপ সবচেয়ে ভালভাবে প্রত্যক্ষ করতে পারবেন ভারতবাসী। দেশের প্রায় সবকটি শহর থেকেই পরিলক্ষিত হবে আংশিক চন্দ্রগ্রহণের দৃশ্য।
যখন সূর্য, পৃথিবী ও চাঁদ এমন রেখায় অবস্থায় করে যাতে সূর্যের কিছুটা আলো চাঁদের ওপর পড়তে বাধা পায়, তখন উপচ্ছায়া চন্দ্রগ্রহণ ঘটে। ভারতে সূর্যাস্তের আগেই গ্রহণ হবে। এমনকি, ২১ জুন একটি সূর্যগ্রহণ হবে। এটি ভারত থেকে দেখা যাবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.