জুন মাসের প্রথম দিনেই বলিউডের নক্ষত্র পতন। করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। মুম্বইয়ের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল সূত্র জানাচ্ছে ওয়াজিদ করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যু সংবাদ ট্যুইট করে দিয়েছেন সনু নিগম।
লকডাউনের মধ্যেই সলমন খানের জন্য সংগীত পরিচালনা করেছিলেন ওয়াজিদ। মুম্বই ফিল্ম জগতে সলমনই ওয়াজিদকে নিয়ে এসেছিলেন। একাধিক বলিউড স্টারকে দেখা গিয়েছে ওই গানে। সলমন খানের একাধিক ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন ওয়াজিদ। ছবিগুলি হলো, দাবাং, পার্টনার, মুঝসে শাদি কারোগি, এক থা টাইগার প্রভৃতি। ২০১২ সালে সারেগামা রিয়েলিটি শো এর তিনি বিচারক ছিলেন তিনি। মৃত্যুর খবর শোনার পড়েই ভেঙে পড়েছেন সলমন খান।