দেশের করোনা যোদ্ধাদের ফের একবার কুর্ণিশ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, সোমবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাজয়ীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
মোদি বলেন, “কোভিড-১৯ ভাইরাসকে রুখে দিতে পারে আমাদের করোনা যোদ্ধারাই। অদৃশ্য শত্রুর মতো করোনা চুপিসাড়ে আক্রমণ করছে, কিন্তু আমাদের দেশের করোনা যোদ্ধারা অজেয়। তাঁদের উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না”।
তিনি আরও জানান, এতদিন ধরে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণকে রুখতে একের পর এক লকডাউনের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই অবস্থায় দেশের সামগ্রিক অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেলেছে। আবার দেশে করোনা সংক্রমণের গতিও রোধ করা যায়নি। তাই এবার লকডাউন শিথিল করে ধীরে ধীরে ফের স্বাভাবিক জীবনের পথে ফেরার চেষ্টা শুরু হয়েছে”।































































































































