উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী হোম কোয়ারেন্টাইনে

0
1
উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সৎপাল মহারাজ

কোভিড পৌঁছল এবার উত্তরাখণ্ডের মন্ত্রিসভায়। আক্রান্ত রাজ্যের পর্যটন মন্ত্রী সৎপাল মহারাজ। গত শুক্রবারই ওই মন্ত্রী উত্তরাখণ্ডের মন্ত্রিসভার বৈঠকে হাজির ছিলেন। ফলে রাজ্যের অন্য মন্ত্রীদেরও সংক্রমণের সম্ভাবনা থাকছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত-সহ রাজ্যের কয়েকজন মন্ত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী কোয়ারেন্টাইনে।

কয়েকদিন আগে পর্যন্ত উত্তরাখণ্ডে কম প্রভাব পড়েছিল করোনার। রাজ্যের অধিকাংশ জেলাই ছিল গ্রিন কিংবা অরেঞ্জ জোনে। রেড জোনে ছিল মাত্র একটি জেলা।

রাজ্যের পর্যটন মন্ত্রী সৎপাল মহারাজের পাশাপাশি তাঁর বাড়ির আরও ১৭ জন সদস্যের রিপোর্ট ইতিমধ্যেই পজিটিভ। এর মধ্যে তাঁর দুই সন্তান এবং পুত্রবধূও আছেন। বাড়ির মোট ৪১ জন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।