ট্রাম্পের ভারত সফরের জন্য ছড়িয়েছে করোনা সংক্রমণ!

0
1

দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ব্যাপক সংক্রমণের জন্য ট্রাম্পের ভারত সফরকে দায়ী করছেন শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, ফেব্রুয়ারি মাসে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে বিপুল জনসমাগম হয় গুজরাতে। ট্রাম্পের সঙ্গে আসা প্রতিনিধিরা মুম্বইয়ে ঘুরেছেন। যার জেরে দেশে ছড়িয়েছে সংক্রমণ।

শিবসেনার মুখপত্র ‘সামনা’য় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন সঞ্জয়। তিনি লেখেন, ” ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে আমেদাবাদে প্রচুর জনসমাগম হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আসা কিছু প্রতিনিধি মুম্বই এবং দিল্লিতে ঘোরেন। তার ফলে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।”