বাংলার মানুষ পরিবর্তন চান। ভোটেই বোঝা যাবে কী চাইছেন তাঁরা। বিজেপি দুই তৃতীয়াংশ ভোটে জিতে ক্ষমতায় আসবে। বললেন অমিত শাহ। করোনা পরিস্থিতিতেও মমতা ব্যানার্জির লাগাতার বিজেপি বিরোধিতা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, উনিও বুঝে গিয়েছেন বাংলার মানুষ কী চান, তাই এই প্রতিক্রিয়া। বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেন অমিত শাহ। বলেন, ঘরে ফিরতে চাওয়া শ্রমিকদের সম্পর্কে করোনা এক্সপ্রেস মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার পরিযায়ীদের তিনি ফেরাতেও চাইছিলেন না। রেল ব্যবস্থা করলেও রাজ্য সরকার টালবাহানা করেছে। বাংলার শ্রমিকরা তাঁর এই আচরণ মনে রাখবেন।