এক প্রাক্তন মেয়র দলের সম্পাদক, আর এক প্রাক্তন কেন বিস্মৃতির আড়ালে!

0
2

বিধাননগরের প্রাক্তন মেয়র বিজেপির রাজ্য কমিটিতে, কিন্তু কমিটিতে কোথায় কলকাতার প্রাক্তন মেয়র? জল্পনা তুঙ্গে।

খাতায় কলমে এখনও বিজেপিতেই রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর বিজেপিতে যোগদান ছিল বেশ ভারী এবং ব্যয়বহুল। দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি তৎকালীন ভাবী সভাপতি জেপি নাড্ডার হাত থেকে নিয়েছিলেন দলের পতাকা। উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীর মতো নেতৃত্ব। তারপর সুর কেটেছে খুব দ্রুতই। অসন্তোষ, অমর্যাদার প্রশ্ন উঠেছে বারবার। শোভন প্রকাশ্যে একবারও বলেননি তিনি বিজেপি ছাড়ছেন, যদিও তাঁর বান্ধবী বৈশাখী হাবেভাবে বুঝিয়েছেন ‘তার ছিঁড়ে গেছে কবে!’ আবার বিজেপি রাজ্য সভপতি অপ্রস্তুত হয়েই বলেছেন, উনি কাজ করতে চাইলে তো দরজা খোলা।

কিন্তু রাজ্য কমিটি ঘোষণার আগে শুভানুধ্যায়ী মহলে একটা ধারণা তৈরি হয়েছিল, হয়তো শোভনকে পদ দিয়ে অভিমান ভাঙাবে বিজেপি। কিন্তু তা তো হল না! বিধাননগরের প্রাক্তন মেয়র, বিধায়ক দলের সম্পাদক পদ পেলেন, কিন্তু কলকাতার প্রাক্তন মেয়র, বিধায়ক রইলেন অলিন্দের বাইরেই! তাহলে কি শোভন-বৈশাখী পর্ব আপাতত বিজেপিতে অতীত!