হঠাৎ অন্ধকারে ডুবলো মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিং

0
1

বিদ্যুৎ বিভ্রাটে প্রায় ঘণ্টা দেড়েকের জন্য হঠাৎই অন্ধকার হয়ে যায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। আজ, সোমবার বিকেলের দিকে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রের খবর, মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এই বিল্ডিংয়েই অনেক রোগী করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন। শুধু তাই নয়, এই গ্রিন বিল্ডিংয়েই আইসিইউ রয়েছে। যেখানে অনেক মুমূর্ষ রোগী চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে আরও খবর, শুধু গ্রিন বিল্ডিং নয়, ইডেন বিল্ডিং-সহ বেশ আরও বেশ কয়েকটি বিল্ডিং সম্পূর্ণ অন্ধকারে ডুবে ছিল ঘন্টা দেড়েক ধরে।