আনলক ফেজ ওয়ানের প্রথমদিনই দ্বিতীয় মোদি সরকারের দ্বিতীয় বছরের প্রথম ক্যাবিনেট বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে শুরু হয়েছে বৈঠক। এর আগে মোদি সরকার ২-এর ক্যাবিনেট বৈঠক বসে ২০ মে। তারপরে এদিন দ্বিতীয় দফায় মন্ত্রিসভার বৈঠক।
সূত্রের খবর, এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেশজুড়ে করোনা সংক্রমণ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার মধ্যেই আনলক-১ এর মাধ্যমে ধাপে ধাপে দেশের অর্থনীতিকে স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। এদিনের বৈঠকে কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই সবার লক্ষ্য।






























































































































