লকেটের পদোন্নতি, মহিলা মোর্চার দায়িত্ব পেলেন অগ্নিমিত্রা

0
1

আরও বড় দায়িত্ব পেলেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপির রাজ্য সংগঠনে সাধারণ সম্পাদক হলেন লড়াকু এই সাংসদ। মহিলা মোর্চার পদ থেকে আসলে তাঁর পদোন্নতি। সাংসদ হিসাবে ক্রমশ ডালপালা মেলছেন তিনি। সংসদে দুরন্ত বক্তৃতা দিচ্ছেন, সংসদীয় এলাকায় নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলনে নামছেন, প্রশাসনে তাঁকে নিয়ে মাঝে মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা হয়। বিজেপি সূত্রে খবর, তাঁকে আরও বৃহত্তর ক্ষেত্রে ব্যবহারের পরিকল্পনা রয়েছে সংগঠনের। আর তাঁর ছেড়ে যাওয়া সংগঠনের দায়িত্ব নিলেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা এই মুহূর্তে প্রতিবাদী মহিলা মুখ। বলেন ভাল, যোগাযোগ ভাল। এখন সাংগঠনিক শক্তি তৈরির সময়। লকেট যে উচ্চতায় সংগঠনকে নিয়ে গিয়েছিলেন, অগ্নিমিত্রার চ্যালেঞ্জ তাকে আরও অন্য মাত্রা দেওয়া।