করোনা সংক্রমণ শুরু হতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে নিম্নবিত্তদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন বামফ্রন্টের কর্মী- সদস্যরা। একাধিক জায়গায় আয়োজন করা হয়েছে বিনা পয়সার হাটের। রবিবার ফের বিনা পয়সার হাটের উদ্যোগ নিল সিপিআইএম। কলকাতা পুরসভার ৮৩ নং ওয়ার্ডে কালীঘাটে বিনা পয়সার হাটের আয়োজন করে সিপিআইএম। অঞ্চলের মানুষের হাতে তুলে দেওয়া হয় সবজি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। গ্লাভস, মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে কাজ করেন কর্মী-সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন, সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যুবনেতা কলতান দাশগুপ্ত, এসএফআই – এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা।




























































































































