ধোনির অবসরের জল্পনা, নেটিজেনদের জবাব দিয়েও টুইট মুছলেন সাক্ষী

0
1

ধোনির অবসর নিয়ে বহুবার খবর ছড়িয়েছে। তবে এ বিষয়ে কখনোই মুখ খোলেননি মাহি। স্বামীর হয়ে জবাব দিয়েছিলেন তাঁর স্ত্রী সাক্ষী। কিন্তু সেই টুইট মুছে দিয়েছেন ধোনির পত্নী। কেন তিনি এই কাজ করলেন তা অবশ্য স্পষ্ট নয়।

দিনকয়েক আগে চেন্নাই সুপার কিংস-এর রূপা রমানির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাট চলাকালীন এই কথা ওঠে। সেই সময়ে সাক্ষী বলেন, “আমার এক বন্ধু প্রথম জানায় টুইটারে হ্যাশট্যাগ ধোনি রিটায়ার্স ট্রেন্ডিং। ঠিক করি এর জবাব আমাকে দিতে হবে। তারপর টুইট করি। তারপর সেই টুইট মুছেও দিই। ততক্ষণে সবার খবর পৌঁছে গিয়েছে।”

প্রসঙ্গত, সম্প্রতি টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় হ্যাশট্যাগ ধোনি রিটায়ার্স। মাহির অবসর নিয়ে কথা বলেন নেটিজেনরা। অনেকে মন্তব্য করেন, ভারতীয় দলে এভাবেই বড় প্লেয়ারদের বাদ দেওয়া হয়। কেউ নিজে থেকে সরতে চান না। এসব মন্তব্যের জবাবে সাক্ষী টুইট করে বলেন, “ এই সবটাই গুজব। লকডাউনের ফলে অনেকের মাথা খারাপ হয়েছে। যারা এসব কথা বলছেন, তাঁরা একটু নিজেদের নিয়ে ভাবুন।”