অধুনা উগ্র মমতাপন্থী বলে পরিচিত একটি একদা বামপন্থী দৈনিক কাগজের ইদানিংকালে নিযুক্ত এক বড়কর্তা বিজেপির কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে কথা বললেন। লকডাউনের আগে দিল্লি গিয়েই কথা বলেছিলেন তিনি। এখন আবার ফোনে। কাগজটি পরিচালনার জন্য মালিকপক্ষ যাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্যতম এই ব্যক্তি একদা বিদেশে ছিলেন। দিল্লিতে তিনি বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায় প্রমুখের সঙ্গে বৈঠক করেন। দিলীপ ঘোষরাও বাদ যাননি। তিনি বলে এসেছেন, কাগজে আপাতত নানা কারণে তৃণমূলের পক্ষে লেখা হলেও তাঁরা বিজেপির বিরুদ্ধে নন। সঠিক সময়ে সঠিক ভূমিকা পালন করবেন তাঁরা। সৌজন্যের পাশাপাশি কিছু ব্যবসায়িক প্রয়োজনের কথা হয় একটি বৈঠকে। যে কাগজ বাংলায় মহাবিপ্লবী এবং উগ্র মমতাপন্থী, তাদের শীর্ষকর্তার গোপন দিল্লি অভিযানে বিজেপির রাজ্য নেতারাও হাসাহাসি করে বলছেন,” দুকূল রাখতে দূত পাঠাচ্ছে মালিকরা।” এক বিজেপি নেতা বলেন,” কাগজে আমাদের একটা ছবি ছাপতে পারবে না, এখন এসে গণতন্ত্রের কন্ঠরোধ বুঝিয়ে গেলে চলবে?” কাগজ সূত্রে খবর, কর্তৃপক্ষ পরিস্থিতির চাপে উগ্রভাবে রাজ্য সরকারের পক্ষে থাকার অভিনয় করলেও এখন বিজেপির সঙ্গে বন্ধুত্ব রাখার নীতি নিচ্ছেন। তাই শীর্ষকর্তাকে লকডাউনের আগে দিল্লি গিয়ে পরপর বৈঠক করে বার্তা দিতে হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.