মর্গে জায়গা নেই, দেহ রাখতে কন্টেনার বসালো হাসপাতাল

0
2

মৃত্যুর পরেও শান্তি নেই৷

করোনায় মৃত্যুমিছিল দীর্ঘায়িত হয়েই চলেছে৷
দেহের ভারে উপচে পড়েছে মর্গ। ন্যূনতম জায়গাও নেই৷ অথচ মৃতদেহ বাড়ছে৷ অতিরিক্ত দেহ সংরক্ষণের জন্য তাই হাসপাতালের বাইরে রেফ্রিজারেটেড কন্টেনারের বন্দোবস্ত করতে হলো হাসপাতাল কর্তৃপক্ষকে৷

এমনই ঘটেছে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে। শনিবার পর্যন্ত রাজধানীতে যে ৩৯৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, তার ১৬২ জনই এই হাসপাতালের। এ দিকে মর্গের পরিকাঠামোয় ৪০-৫০টি দেহ সংরক্ষণ করা যেতে পারে। তাই এই বিকল্প ব্যবস্থা ৷ এদিকে প্রশ্ন উঠেছে, প্রকাশ্যে এভাবে মরদেহ সংরক্ষণের কন্টেনার রাখা যায় কি’না, তাই নিয়ে!