আমফানের স্মৃতি উসকে দিয়ে গত শুক্রবার প্রবল বেগে ঝড় বয়ে গিয়েছিল উত্তরপ্রদেশে। আগ্রা জেলায় সেই ঝড়েই কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গর্বের তাজমহল।
তাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের ঝড়ের দাপটে মূল কাঠামোর মার্বেল রেলিং এবং লাল বালি পাথরের রেলিং বেশ কিছুটা চটে গিয়েছে। ফলস সিলিংও ভেঙে যায় হওয়ার দাপটে।
এরই সঙ্গে একটি দরজাও ভেঙে গিয়েছে। তাজমহলের সামনের প্রাঙ্গণের একটি গাছ উপড়ে মুখ থুবড়ে পড়ে। এই তথ্য জানিয়েছেন তাজমহলের সুপরিটেন্ডেন্ট বসন্ত কুমার স্বর্ণকার।
ইতিহাসের গন্ধে ভরপুর যমুনাপাড়ের রোমাঞ্চকর স্মৃতিসৌধের গরিমা আজও অমলিন। তবে উষ্ণায়ন ও দূষণে কয়েক বছর আগেই তার গায়ে লেগেছে ‘কালো দাগ’। সেই তাজমহলের সৌধেই এবার প্রবল ঝড় তার চিহ্ন রেখে গিয়েছে ।
চলতি বছরেই তাজ মহলের দূষণ জনিত কালো দাগ মোছা হয়েছিল ট্রাম্প সফরের ঠিক আগে। দাগ মুছতে ৩০০ বছরের ইতিহাসে প্রথমবার স্নান করেছিল মমতাজের স্মৃতিতে গড়া শাহজাহানের তাজমহল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































