খাদ্যসাথী প্রকল্প যথেষ্ট, কেন্দ্রকে জানিয়ে দিল রাজ্য

0
10

এক দেশ এক রেশন কার্ড নীতি নিয়েছে কেন্দ্র। রাজ্য সেই প্রকল্পে নেই। রাজ্যের বক্তব্য খাদ্যসাথী প্রকল্প যথেষ্ট। আর তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যার উত্তর দিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রী বলেন, কেন্দ্র প্রকল্প চালু করেছে। রাজ্য ভেবে দেখবে এটা তাদের ক্ষেত্রে কতখানি প্রযোজ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে ছয়-সাত মাস আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে আমরা এই প্রকল্পে নেই। রাজ্য বহু আগে থেকেই মানুষের জন্য খাদ্য সুরক্ষার ব্যবস্থা করেছে।

অন্যদিকে ‘এক দেশ এক রেশন কার্ড, সাময়িক ভাবে চালু করতে আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রকল্প চালু হওয়ার কথা ছিল জুন মাসে। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী অগাস্টে চালু করার কথা জানান। যদি শ্রমিকরা নিজেদের রাজ্যে না থাকেন তখন যাতে রেশন পান সেই কারণেই এই প্রকল্পের কথা সুপ্রিম কোর্ট জানায়।