করোনা আবহে মহাকাশে পাড়ি মানুষের

0
3

করোনা ত্রাস ছড়িয়েছে সারা বিশ্বে। এরই মধ্যে মহাকাশ পাড়ি দিল মানুষ। আমেরিকা থেকে রওনা দিল রকেট। আর এই প্রথম বার কোনও বেসরকারি সংস্থার হাতে রকেট লঞ্চ করল নাসা।

ফ্যালকন ৯ নামে ওই রকেটের মহাকাশ পাড়ি দেওয়ার কথা ছিল কয়েকদিন আগে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় পিছিয়ে যায় নির্ধারিত দিন। শনিবার স্থানীয় সময় বিকেল ৪ টে ২২ মিনিটে আমেরিকার মাটি থেকে ওড়ে রকেট। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয় রকেটটি। রবার্ট বেনলেন ও ডগলাস হারলে নামে দুই মহাকাশচারী রওনা দেয় ওই রকেটে।

প্রায় এক দশক বাদে আমেরিকার থেকে মানুষ পাড়ি দিল মহাকাশে। স্পেস এক্স নামে এক বেসরকারি সংস্থা ওই রকেট তৈরি করেছে। পৃথিবী থেকে ২৫০ মাইল উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছে রকেট। রকেট রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড গড়ল ওই বেসরকারি সংস্থা। কারণ এই প্রথম কোনও বেসরকারি সংস্থা মহাকাশে মানুষ পাঠাল।