কাল, ১জুন থেকে টালিগঞ্জে শুরু হচ্ছে না শুটিং। শুটিং শুরু হওয়ার আগে ২ জুন মঙ্গলবার বৈঠকে বসছেন শিল্পী ও অন্যান্য কলাকুশলীরা। আর্টিস্ট ফোরামের তরফ থেকে এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে শিল্পীরা মূলত শুটিংয়ের গাইড লাইন তৈরি করবেন। সেই সঙ্গে পরিকাঠামোগত বেশ কিছু ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে। রাজ্য সরকার শুটিংয়ে সর্বাধিক ৩৫জনের যে গাইড লাইন বেঁধে দিয়েছে। সেই গাইড লাইন মেনে শুটিং কীভাবে করা হবে সেটাই চ্যালেঞ্জ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর ৪জুন থেকে শুটিং শুরু করা হবে বলে রবিবার জানা গিয়েছে আর্টিস্ট ফোরাম সূত্রে।