ICSE-ISC পরীক্ষা দেওয়া যাবে বাড়ির কাছাকাছি স্কুলেই

0
3

ICSE এবং ISC-র বাকি থাকা পরীক্ষাগুলি বাড়ির কাছাকাছি সেন্টারে গিয়ে দিতে পারবে ছাত্রছাত্রীরা। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে ICSE কাউন্সিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন ও করোনার কারনে অনেক পরীক্ষার্থীই নিজের এলাকার বাইরে যেতেই পারছে না। এই বিষয়টি স্কুল এবং অভিভাবকরা কাউন্সিলকে জানায়। অনুরোধ করা হয়, যেখানে যে পড়ুয়া আটকে আছে, তার কাছাকাছি এলাকার ICSE অনুমোদিত স্কুলে গিয়ে যেন সে পরীক্ষা দিতে পারে, সেই ব্যবস্থা করা হোক।

এই আবেদন মেনে নিয়েছে কাউন্সিল। পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করতে হবে ছাত্র-ছাত্রীর স্কুলের মাধ্যমে৷ সবই হবে অনলাইনে। সেন্টার পরিবর্তন করে তা কাউন্সিলকে জানাতে হবে। এই প্রক্রিয়া ৭ জুনের মধ্যে শেষ করতে বলা হয়েছে। এছাড়াও কাউন্সিল জানিয়েছে, এর পরেও কেউ যদি বাকি পরীক্ষা দিতে না পারে, তাহলে কম্পার্টমেন্টাল পরীক্ষার সময় তাদের সুযোগ দেওয়া হবে।