আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়াল ‘হেল্প বেঙ্গল’

0
1

সুপার সাইক্লোন আমফানের জেরে বিপর্যস্ত গোটা বাংলা। সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দারা। তাঁদের পাশে এসে দাঁড়াল হেল্প বেঙ্গল। গত কয়েকদিন ধরে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে সুন্দরবন ও সংলগ্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছেন উদ্যোক্তারা।

মূল উদ্যোক্তা শুভ্রমন চক্রবর্তী জানান, একটা প্যাকেটে চিড়ে বা মুড়ি বা খই সহ মোমবাতি, দেশলাই, বিস্কুট বা কেক জলের বোতল, স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে। সুন্দরবন ও সংলগ্ন অঞ্চলে কমিউনিটি কিচেনে দেওয়া হয়েছে চাল, আলু, ডাল। ইতিমধ্যে বাসন্তী, গোসাবা, কোত্রাখালি, সোনাখালি, রাধাবল্লভপুর, পালপাড়া অঞ্চলে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী। প্রয়োজন অনুযায়ী কিছু অঞ্চলে দেওয়া হয়েছে ত্রিপলও। উদ্যোক্তারা পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষদের। শুভ্রমন চক্রবর্তী ছাড়াও এই উদ্যোগে সামিল হয়েছেন অযপা মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।