পরিযায়ী শ্রমিকদের দক্ষতা জানতে তৎপর কোচবিহার জেলা প্রশাসন

0
1
প্রতীকী ছবি

ভিন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের দক্ষতা জানতে তৎপর কোচবিহার জেলা প্রশাসন। ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের কাজ দিতে পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। আর তাই সংশ্লিষ্ট শ্রমিকদের তথ্য সংগ্রহ করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।

কীভাবে হবে এই কাজ? জেলার প্রশাসনিক কর্তারা কোয়ারেন্টাইন সেন্টার বা হোম কোয়ারেন্টাইনে গিয়ে শ্রমিকরা ভিন রাজ্যে কতদিন ধরে কী ধরনের কাজ করেছেন এবং অন্য কোনও কাজে তাঁদের পারদর্শিতা আছে কি না,কী ধরনের কাজ করতে তাঁরা ইচ্ছুক এই বিষয়ে তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্য অনুযায়ী তালিকা তৈরি করা হবে।

জেলা প্রশাসন সূত্রে খবর, ফিল্ড সার্ভিলেন্স করোনা ওয়ারিয়র টিম রয়েছে। গ্রামে ফেরা শ্রমিকদের সঙ্গে কথা বলবে ওই দল। টিমে বিডিওদের পাশাপাশি আছেন শ্রম দফতর, শিল্প দফতর সহ বিভিন্ন দফতরের আধিকারিক, গ্রাম পঞ্চায়েত স্তরে যাঁরা একশো দিনের কাজ দেখাশোনা করছেন তাঁরাও। সরকারি প্রকল্পের অধীনে কাকে কীভাবে কাজে লাগানো যায়, সেটা দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে উদ্যোগী হতে বলেন। তাতেই তৎপর হয় কোচবিহার জেলা প্রশাসন। জেলাশাসক বলেন, প্রশাসন সব রকম সহায়তা করবে। সরাসরি চাকরি দেওয়া না গেলেও তাঁদের কাজের জন্য কাজের ব্যবস্থা করছে সরকার। ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সাহায্য করা হবে। শস্যবিমা যোজনায় গ্রুপ ইনসুরেন্স দেওয়া যাবে। যাঁরা কৃষিকাজ করবেন তাঁদের কিষান ক্রেডিট কার্ড দেওয়া য়াবে।