করোনা মোকাবিলায় গঠিত ” পি এম কেয়ার” তহবিলটি নাকি সরকারি নয়। আলাদা অছি পরিষদ কর্তৃক নিয়ন্ত্রিত। এই জল্পনা তুঙ্গে ওঠায় বাড়ছে বিতর্ক। খোদ প্রধানমন্ত্রী কোনো কথা এখনও বলেননি। সরকারি সূত্র অবশ্য জল্পনাটিকে সঠিক বলছে। সেক্ষেত্রে প্রশ্ন, কেন এটি সরকারি নয়? আর কেনই বা পি এম শব্দটি রেখে মানুষকে বিভ্রান্ত করা হল? কত টাকা উঠল? এর হিসেব এবার কে দেবে? বিরোধীরা সরব হয়েছে। প্রধানমন্ত্রী নিজে কী বলেন সেটাই এখন দেখার। একটি সূত্র বলছে, সরকারি ছায়াতেই এটি তৈরি। অনিয়মের প্রশ্ন নেই।































































































































