সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। আনন্দবাজার পত্রিকার নতুন সম্পাদক হচ্ছেন এখনকার বার্তা সম্পাদক ঈশানী দত্তরায়। অন্তত ৬ নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিটের সাদা বাড়ি সূত্রে তেমনই খবর। কিন্তু কোনো কনফারমেশন এখনও নেই। নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। ফলে আপাতত বিষয়টিকে সম্ভাবনাও বলা যেতে পারে। সম্পাদক পদে সেমন্তী ঘোষের নামও শোনা যাচ্ছে। আরেকটি নাম আছে। তিনি হলেন এবিপি আনন্দের সুমন দে। সুমনের হাতেই কাগজ ও চ্যানেল একসঙ্গে রাখার পক্ষে ম্যানেজমেন্টের একাংশ। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বোধহয় এখনও হয়নি। সূত্রের খবর, অনির্বাণবাবুর সরে যাওয়ার বিষয়ে একাধিক কথা রটছে। কেউ বলছেন চাকরির মেয়াদ শেষ। কেউ বলছেন ছাঁটাই মানতে পারছিলেন না। কেউ বলছেন ব্যক্তিগত সমস্যা। আবার হেয়ার স্ট্রিট থানা কোনো বিষয়ে তাঁকে ডেকেছিল বলেও জল্পনা আছে; নির্দিষ্ট কারণ কেউ জানে না। এমনিতেই আনন্দবাজার এখন নানা সমস্যায় জর্জরিত; পুরনো বহু পাঠক সরে যাচ্ছেন, তার মধ্যে হঠাৎ সম্পাদকবদল হলে চর্চা বাড়বেই। ঈশানী নিউজ ডেস্কে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি সম্পাদক হলে কাগজ সঠিক পথে থাকবে বলে অনুমান। তবে ছাঁটাইয়ের আবহে এখনও আতঙ্ক চলছে হাউসে। ঈশানী সম্পাদক হলে বার্তা সম্পাদকের দৌড়ে এগিয়ে সোমা মুখোপাধ্যায়। তবে ব্র্যান্ড যেহেতু আনন্দবাজার, তাই মূল কাগজ একইভাবে মাথা তুলে চলবে বলে কর্তৃপক্ষ আত্মবিশ্বাসী।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































