ভাঙা পাঁচিলের তলা থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য নাকতলায়

0
2

ভাঙা পাঁচিলের তলা থেকে একটি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ কলকাতার নাকতলা এলাকায়। আমফানের দাপটে উপড়ে যাওয়া একটি পাঁচিলের তলা থেকে আজ রবিবার সকালে উদ্ধার হয় এই দেহটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্থান থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহটি। মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। এতদিন পাঁচিলের তলায় দেহটি চাপা পড়ে ছিলো, অথচ কারও নজরে কেন এল না, সে নিয়ে উঠছে প্রশ্নও। তদন্ত শুরু করেছে পুলিশ।