১১ ডিজিটের মোবাইল নম্বরের প্রস্তাব দিল ট্রাই

0
1

এবার মোবাইল নম্বর ১১ সংখ্যার! হ্যাঁ, তেমনই প্রস্তাব দিল ট্রাই অর্থাৎ টেলকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। কারণ কী? এরফলে আরও বেশি ফোন নম্বর তৈরি করা সম্ভব হবে।

শুক্রবার ট্রাই এই প্রস্তাব দিয়ে বলেছে,

১. বর্তমান মোবাইল নম্বরটি যদি ৯ দিয়ে শুরু করা যায় এবং ১০ ও ১১ ডিজিটের সুইচ করলে ১০০ বিলিয়ন অর্থাৎ ১০০০কোটি নম্বর তৈরি সম্ভব। ট্রাই জানাচ্ছে ৭০% ইউটিলাইজেশন এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ৭০০ কোটি কানেকশন যথেষ্ট।

২. ট্রাইয়ের প্রস্তাব ফিক্সড লাইন থেকে মোবাইলে ফোন করার সময় মোবাইল নম্বরের আগে ‘০’ রাখার প্রস্তাব দিয়েছে। এখন ফিক্সড লাইন থেকে ইন্টার সার্ভিস মোবাইল কানেকশনের জন্য ‘০’ নম্বর শুরুতে লাগে। যদিও মোবাইল নম্বরগুলিকে ল্যান্ড লাইন থেকে শূন্য ছাড়াই অ্যাক্সেস করা যায়। ট্রাই বলছে ল্যান্ড লাইন থেকে মোবাইলে ফোন করার ক্ষেত্রে ‘০’ প্রয়োগ বাধ্যতামূলক হলে ২,৩,৪,৬ ফ্রি সাব লেভেলকে মোবাইল নম্বর হিসাবে ব্যবহার করা যাবে।

৩. ট্রাই একটি জাতীয় নম্বরেরও পরিকল্পনা করেছে। এটা যত দ্রুত সম্ভব উপলব্ধ করতে হবে।

৪. ডঙ্গেলের জন্য নম্বর ১০ডিজিট থেকে বাড়িয়ে ১৩ ডিজিটের করতে চায়।