১জুন থেকে শুটিং শুরু টালিগঞ্জে

0
1

১জুন থেকে শুটিং শুরু হচ্ছে টালিগঞ্জে। নবান্ন থেকে এক নির্দেশিকায় শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফিল্ম, সিরিয়াল এবং ওয়েব সিরিজের শুটিং শুরুর অনুমতি দেওয়া হলেও রিয়্যালিটি শোর শুটিং আপাতত বন্ধ। শুটিংয়ে সর্বোচ্চ ৩৫ জন থাকতে পারবেন। ইন্ডোর ও আউটডোর শুটিং দুটোই চালু হচ্ছে। ফলে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে শুটিং, সব জায়গাতেই কম কর্মী নিয়ে কাজ করতে হবে। ফলে কাজের ধরণও বদলে যেতে বাধ্য। সপ্তাহ দুয়েক আগে অবশ্য ডাবিং ও এডিটিংয়ের কাজ শুরু হয়েছে।