৪২০ টাকার বিনিময়ে পাস সোনু সুদের, ভাইরাল ছবি

0
1

পর্দার ভিলেন বাস্তবের নায়ক হয়ে উঠেছেন। পরিযায়ী শ্রমিকদের পাশে দেবদূত হয়ে দাঁড়িয়েছেন তিনি। আর এই কাজের জন্য দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছেন সোনু সুদ। তবে জীবনের রাস্তা মোটেই সহজ ছিল না। নেটিজেনরা বলছেন, একটা সময় কষ্ট করেছিলেন বলেই আজ অন্যের কষ্ট বুঝতে পারছেন তিনি।

সোনু – র একটি পাসের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ১৯৯৭ সালের ৮ জুলাই ইস্যু করা হয়েছিল ওই পাস। যার বৈধতা ছিল ১৯৯৮-এর মার্চ পর্যন্ত। পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের শিলমোহর। বোরিভালি থেকে চার্চগেট যাতায়াত করতে ৪২০ টাকার বিনিময়ে পাস করিয়েছিলেন তিনি। অরবিন্দ পাণ্ডে নামে অভিনেতার এক অনুরাগী-ই এই ছবিটি প্রথম নেট দুনিয়ায় শেয়ার করেন।