গলা টিপে কৃষ্ণাঙ্গ হত্যা, ফুঁসছে আমেরিকার ২০ শহর

0
1

কে বলবে করোনায় আক্রান্ত আমেরিকা। মৃত্যু মিছিল আমেরিকায়! তবু সব বাধা নিষেধ ভেঙে রাস্তায় নামলেন তাঁরা। বেশিরভাগ কৃষ্ণাঙ্গ। ভয়ঙ্কর মৃত্যুর বিচার আর কঠোর শাস্তির দাবি। লস এঞ্জেলস, নিউইয়র্ক, ওয়াশিংটন, আটলান্টা, মিনেসোটা উত্তাল স্লোগানে। জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিচার চাই। কী ঘটেছিল গত ২৫মে?

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে গাড়ির চাকার কাছে কৃষ্ণাঙ্গ সেই যুবকের মুখ। তাকে পিছমোড়া করে শ্বেতাঙ্গ পুলিশ ধরেছে। নড়াচড়ার উপায় নেই। তার ঘাড়ের কাছে পুলিশের হাঁটুটা এমনভাবে আটকানো যে নড়াচড়া দূরের কথা নিঃশ্বাস নিতে পারছে না। বারবার সে একথা বলার চেষ্টা করেছে। কিন্তু কানই দেয়নি শ্বেতাঙ্গ পুলিশ। মিনিট তিনেকের মধ্যেই সব শেষ। পা সরিয়ে নিতেই দেখা গেল মারা গিয়েছে বছর ৪৬-এর জর্জ ফ্লয়েড। ঘটনাস্থল আমেরিকার মিনেসোটা।

ফুঁসছে আমেরিকা। কম করে ২০টি শহরে ঘটেছে হিংসাত্মক ঘটনা। হত্যাকারী ডেরেক চাওভিন নামে সেই খুনী পুলিশকর্মী সহ তিন পুলিশ ইতিমধ্যে বরখাস্ত। কিন্তু তাতেও মানুষের ক্রোধ থামেনি। ঘটনাস্থল মিনিয়াপোলিস আর সেইন্ট পলে অবস্থা সামাল দিতে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নামতে হয়েছে ক্ষোভ আড়াল করতে। ঘটনাকে পাশবিক বলেছেন। শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তাতেও এতটুকু ক্রোধ প্রশমিত হয়নি।