বেলুড় মঠ, দক্ষিণেশ্বরের পরে এবার শিলিগুড়ির ইস্কন। ১জুন খুলছে না এই মন্দির। এমনকী রথযাত্রাও হবে ছোট করে। শুধু তাই নয় এখন থেকে আর কেউ মন্দিরে ঘুরতে আসতে পারবেন না। শুধুমাত্র পুজা করবেন যাঁরা, তাঁরাই মন্দিরে আসতে পারবেন।ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এবিষয়ে ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান, “সরকার সিদ্ধান্ত নিলেও আমরা ১৫ জুন পর্যন্ত ইস্কন মন্দির বন্ধ রাখছি।তারপরেও খুললে বিধিনিষেধ থাকছেই। সকলকে মাস্ক পড়ে আসতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। আর রথ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।তবে এবছর ছোট করে রথ হবে। খুব খারাপ পরিস্থিতি থাকলে মন্দিরের ভিতরেই হবে রথ। আর নইলে তিনটি গাড়ি করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে বেরোনো হবে। তবে কোন শোভাযাত্রা হবে না”। ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।





























































































































