চুঁচুড়ায় তৃণমূলের উদ্যোগে বিনা পয়সার হাট

0
1

মারণ ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। অনেক জায়গাতেই ছাড় মিলেছে। তবে সব জায়গায় চলাচল এখনো স্বাভাবিক নয়। এর জেরে সমস্যায় পড়েছেন বহু মানুষ। হুগলির চুঁচুড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসল বিনা পয়সার হাট। উপস্থিত ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, লকডাউনের জেরে অনেক মানুষই কাজ হারিয়েছেন। সেই কারণে তাঁদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। বিনামূল্যে প্রয়োজনীয় সামগ্রী তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য এই বিনামূল্যে হাট বসানো হয়েছে। এখানে থেকে বাসিন্দারা নিজেদের প্রয়োজন মতো জিনিস তুলে নিয়ে যেতে পারছেন।