দমকল দফতর ঘিরে বিক্ষোভ। বিক্ষোভ শনিবার বিকেলে। ঘটনাস্থল টালিগঞ্জ। দমকল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখালেন। গতকাল গাড়ি বের করতে গিয়ে দমকলের গাড়ি লোহার পোলে ধাক্কা মারে। সেই পোল দমকল কর্মী দেবনারায়ণ পালের মাথায় পড়লে তাঁর ঘটনাস্থলে মৃত্যু হয়। তার তার প্রতিবাদেই এদিন দুপুরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের বক্তব্য …
১. অভিযুক্তর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
২. মৃতের পরিবারকে কোনও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
৩. সেই চাকরি স্থায়ী হতে হবে।
৪. ক্ষতিপূরণ হিসাবে ১০লক্ষ টাকা দিতে হবে।
দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা হয়েছে আন্দোলনকারীদের। মন্ত্রী মৃত দমকলকর্মীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।




























































































































