নেহা কক্করের গান গেয়ে ভাইরাল আরেক ‘রানু’ চাঁদমণি

0
1

নিতান্ত সাধারণ এক আদিবাসী কন্যা। কিন্তু নেহা কক্করের গান যে সুরে, যে উচ্চারণে, যে গায়কিতে তিনি গেয়েছেনে তা সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো। অনেকেই তাঁর তুলনা করছেন রানু মণ্ডলের সঙ্গে। যেভাবে স্টেশনে বসে থাকা একজন প্রৌঢ়া লতা মঙ্গেশকরের গান গেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন, তাঁর ভিডিও ভাইরাল হয়েছিল সর্বত্র। তিনি ডাক পেয়েছিলেন বলিউডে। সুযোগ পেয়েছিলেন হিমেশ রেশামিয়া সঙ্গে গান গাওয়ার। এই সাঁওতালি কন্যা চাঁদমণি হেমব্রমের ‘ও হামসফর’ গানটিও কিন্তু এরইমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করিনি “এখন বিশ্ব বাংলা সংবাদ”। তবে যে গানটি ভাইরাল হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

শুধু তাই নয়, সঠিকভাবে প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে চাঁদমণি একজন ভালো গায়িকা হওয়ার দাবি রাখেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেভাবে রানু মণ্ডলের দিকে সাহায্যের হাত এগিয়ে এসেছিল তেমন কি আসবে চাঁদমণির দিকে? অনেকে বলছেন রানু-ঝড় যখন উঠেছিল, তখন রানু নিজেও সেই ঝড়ে বেশ বেসামাল হয়ে গিয়েছিলেন। যার ফলে একসময় যাঁরা তাঁকে সাহায্য করেছেন, তাঁদেরও তাচ্ছিল্য করতে পিছপা হননি রানু। সেই উদাহরণ সামনে রেখে চাঁদমণির দিকে কেউ সাহায্যের হাত বাড়াবেন কি? আবার এটাও ঠিক সবাই তো সমান হন না। এই আদিবাসী তরুণীর যদি সাহায্য পান তাহলে হয়তো সঙ্গীতজগত একজন দক্ষ শিল্পী পাবে বলেই সবার ধারণা।