সুপার সাইক্লোন আমফানের দাপটে দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চল বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুলপি,গোসাবা,কুলতলি, পাথর প্রতিমা সহ একাধিক ব্লক ভীষণভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।
এই সব এলাকার দুর্গতদের পাশে দাঁড়ালো দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স। চেম্বারের তরফে পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রামে মোট ১০ লক্ষ টাকার ত্রাণ পৌঁছে দেওয়া হয়। দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক ও স্থানীয় বিডিও-র উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ ব্লকটিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে দেওয়া হয়, ৫০০ টারপুলিন শিট, ৫০০ সোলার লন্ঠন,৫০০ বালতি, জলের বোতল, বিস্কুট,মুড়ি,চিড়ে,গুড়, শিশুদের জন্য গুঁড়ো দুধ, স্যানিটারি ন্যাপকিন, ওআরএসের প্যাকেট ইত্যাদি। এছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ। বেঙ্গল চেম্বারের ডিরেক্টর জেনারেল শুভদীপ ঘোষ বলেছেন,
সঙ্কটের সময়ে দুর্গতদের পাশে চেম্বার সবসময় দাঁড়িয়েছে। এই ধরণের অনভিপ্রেত পরিস্থিতিতে দুর্গতদের পাশে থাকা, তাঁদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একান্ত কর্তব্য৷”





























































































































