সোনু সুদের পর এবার পরিযায়ী শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বাসের ব্যবস্থা করলেন বিগ বি। উত্তরপ্রদেশের কয়েকশো পরিযায়ী শ্রমিকের জন্য শুক্রবার ১০টি বাসের ব্যবস্থা করেন তিনি। প্রায় ২৭৫ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুম্বইয়ের হাজি আলি দরগা থেকে সেই বাসগুলি রওনা দেয় উত্তরপ্রদেশের উদ্দেশ্যে। বেনারস, এলাহাবাদ, গোরক্ষপুর, লখনউয়ের মতো শহরে পৌঁছে দেওয়া হয়েছে তাঁদের। লকডাউনে ফিল্ম ইন্ডাস্ট্রির এক লক্ষ দিনমজুর পরিবারের মাসিক রেশনেরও দায়িত্ব নেন অমিতাভ বচ্চন।































































































































